আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, শিবের মাথায় জল ঢালতে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড়

#তারকেশ্বর: আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। শিবের মাথায় জল ঢালতে তারকেশ্বরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়। শেওড়াফুলি থেকে গঙ্গার জল তুলে বাঁক কাঁধে প্রায় ৪০ কিলোমিটার পথ হেঁটে পুণ্যার্থীরা আসছেন তারকেশ্বর।
কথিত আছে, শ্রাবণ শিবের জন্মমাস। সেই উপলক্ষে পয়লা শ্রাবণ থেকে ৩০ শ্রাবণ পর্যন্ত চলে শ্রাবণী মেলা। ভিড় সামাল দিতে এই সময়ে শিবের গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশ নিষেধ।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে তারকেশ্বর উন্নয়ন পর্ষদ তৈরি হওয়ার পর ঢেলে সাজানো হয়েছে তারকেশ্বর মন্দির সংলগ্ন রাস্তা। দুধপুকুরের চারপাশ সৌন্দর্যায়ণের পাশাপাশি তৈরি হয়েছে স্কাইওয়াক।
পুণ্যার্থীদের স্পেশাল লাইনের জন্য ৬০ টাকা টিকিটের ব্যবস্থা করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। এবছরই প্রথম নিয়োগ করা হয়েছে পুলিশ স্বেচ্ছাসেবক। বাড়ানো হয়েছে লোকাল ট্রেনের সংখ্যা।